গাজোল

গাজোল থানায় গ্রামবাসীদের বিক্ষোভ

 

গবাদি পশু দিয়ে জমির ফসল খাওয়ানোর অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদে গাজোল থানায় বিক্ষোভ দেখালেন রাণীপুর এলাকার বেশ কিছু বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাণীপুর এলাকায়।

    স্থানীয়দের অভিযোগ, তারা জমিতে ভুট্টা, পাট, গম সহ বিভিন্ন ফসল চাষ করেছিল। পার্শ্ববর্তী ঘোষপাড়া এলাকায় বেশ কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাদের গবাদি পশু দিয়ে বিঘার পর বিঘা জমির ফসল খাইয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদেই তারা সরব হয়েছে থানায়। এমনকি গ্রামবাসীদের সম্মিলিত একটি অভিযোগ পত্র জমা দেওয়া হয় গাজোল থানায়।

 

    যদিও অভিযোগ অস্বীকার করেছেন ঘোষপাড়া এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ জমিতে গরু গেলে কখনো কখনো গরুর পা কেটে দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা। এই কথা বলতে গেলে তাদের উপর মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা রয়েছে এলাকায়। যদিও পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।